বাগমারায় ক্যান্সার রোগীদের মাঝে চেক হস্তান্তর করলেন এমপি এনামুল হক
বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় মরণব্যাধি ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোগীদের আবেদনের প্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে রোগীদের হাতে চেক তুলে দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইউসুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ২৬ জন রোগীর মাঝে ১৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী প্রতিনিধি
মোবাইল নং ০১৭১৬১৭১৬৬৮
তাং ৩১/০৭/২০২২ইং