শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

বাগমারায় ইউপি নির্বাচন সুষ্ঠু করার লক্ষে প্রশাসনের প্রচারণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ১৪৬ বার পঠিত

বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় আগামী ৫ই জানুয়ারী ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে বাগমারা প্রশাসনের পক্ষে থেকে ১৮ই জানুয়ারী শনিবার প্রচার প্রচারণা চালানো হয়েছে। আউচপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও হাটখালগ্রাম বাজার, গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়া মোড়সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রচার প্রচারণা চালানো হয়। উক্ত প্রচার প্রচারণার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক সুফিয়ান, অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ মোস্তাক আহমেদ। এই সময় তাঁরা বলেন আগামী ৫ইং জানুয়ারী ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আপনার নিজ নিজ ইচ্ছায় ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারবেন। তাঁরা আরও বলেন, ভোট কেন্দ্রে ও কেন্দ্রের বাহিরে কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও সুষ্ঠু নিরপেক্ষ ও নির্বাচন লক্ষে প্রচারণা আরও উপস্থিত ছিলেন, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মিজানুর রহমান, সিনিয়র  সাব ইন্সপেক্টর মোঃ শামসুল আলম, এএসআই মোঃ নজরুল ইসলাম। গোদাগাড়ী উপজেলার খাদ্য পরির্দশক মোঃ শফিউর রহমান, আউচপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লোকমান হাকিম ও পুলিশ, আনসার বাহিনীর সদস্যসহ উপস্থিত জনসাধারণগণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..