একাধিক নির্বাচনী অফিস স্থাপন ও আস্ত প্রতীক ঝুলিয়ে রাখায় সেগুলো অপসারণ করা হয়েছে। দিনভর অভিযান চালিয়ে এসব অপসারণ করা হয়।
আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের নেতৃত্বে উপজেলার নরদাশ,গোবিন্দপাড়া,আউচপাড়া, বাসুপাড়া সহ কয়েকটি ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনায় সাহায্য করেন পুলিশ, আনসার ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
অভিযানে নরদাশ ইউনিয়ন পরিষদ নির্বাচেন নৌকার প্রার্থীর অধিক নির্বাচনী ক্যাম্প পাওয়ায়,ভেদুর মোড় থেকে একটি অফিস ভেঙ্গে ফেলা হয়েছে।
এছাড়াও আচরণ বিধি লঙ্ঘন করে আস্ত নৌকা,মোটরসাইকেল,ঝুলিয়ে রাখায় সেগুলো অপসারণ করা হয়।
এদিকে বিকেলে নরদাশ ও গোবিন্দপাড়া ইউপিতে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে নৌকার প্রার্থী ও কর্মীরা । তারা এটাকে সুষ্ঠু নির্বাচনের হুমকি বলে দাবি করেন। এছাড়াও সেখানে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগানও দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান জানান, ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালার, ২০১৬ এর ১২ এবং ১৬ ধারা ভঙ্গের জন্য আজ নরদাশ, গোবিন্দপাড়া, বাসুপাড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। ও সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার অনুরোধ করা হয়। এবং অধিক নির্বাচনীয় অফিস থাকায় তা অপসারণ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনে প্রশাসন তার দায়িত্ব পালন সঠিকভাবে করে যাবে।
তবে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় লোকজন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। এই ধারা অব্যাহত রাখার আহবান জানান তারা।
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী প্রতিনিধি