বাগমারায় অবৈধ ইটভাটার ভোগদখলে পরিবেশ বিপন্ন।
বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধ ইটভাটার ভোগদখলে পরিবেশ বিপন্ন, এতে পরিবেশের ভারসাম্য ধ্বংসের মুখে।
দেশে বিভিন্ন আইন তদারকি ও নিয়ন্ত্রণ কারি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও বাগমারায় ইট ভাটা দূরত্ব কমছে না। মালিকরা মানছে না কোনো নিয়ম-কানুন। ক্রমেই বন উজাড়, কৃষি জমির ক্ষতি ও দেশের ভূ-প্রকৃতি ধ্বংস করে মাটি পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। এতে ইটভাটার কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে বাগমারার পরিবেশ। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, কমছে চাষাবাদের জমি ও গাছ।
এসব ইটভাটায় কয়লার পাশাপাশি কাঠও পোড়ানো হয় অথচ কাঠ পোড়ানো নিষিদ্ধ। ফসলি জমিতে লোকালয়ে এসব ইটভাটায় চিমনির উচ্চতা কোনটিরও ৬০ ফুটের বেশি নয়। অথচ তেমনি থাকতে হবে ১২০ ফুট লম্বা। ইটভাটার চিমনি থেকে নির্গত কালো ধোঁয়ায় ওই সব এলাকার বাসিন্দারা অতিষ্ঠ এমনকি আশপাশের গাছ মরে যাচ্ছে, গাছের পাতা শুকিয়ে ঝরে পড়ছে।
সচেতনমহল বলেন, বেপরোয়া লোকালয়ে ইটভাটা গড়ে ওঠায় গাছে ফলন হ্রাস পেয়েছে জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পরিবেশবিদরা বলেন, ৯০ শতাংশই জ্বালানি ব্যবহার ও পরিবেশ সংক্রান্ত বিধান মানছেনা বাগমারায় গড়ে ওঠা ইটভাটা। এদিকে বাগমারার আনাচে কানাচে দিন দিন ব্যাঙের ছাতার মত গড়ে উঠছে অবৈধ ড্রামচিমনির ইটভাটা। ইটভাটার কালো ধোঁয়ায় কার্বন-মনোক্সাইড থাকে তা বাতাসকে যেমন দূষিত করে তেমনি গাছপালা এবং চুলের ক্ষতি করে। ইটভাটার আগুনের প্রচণ্ড তাপে ইটভাটার পাশাপাশি ফসলি জমি নিষ্ফল হয়ে যাচ্ছে। এমনকি বাগমারায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার কারণে পরিবেশের সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। আর ইটভাটার কারণেই বাতাস দূষিত হওয়ায় মানুষ নানা রোগে আক্রান্ত হয়। বাগমারায় অধিকাংশ ইটভাটায় সরাসরি গাছ পোড়ানো হচ্ছে এর জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ফসলি জমির মাটি উপরের অংশ কাটা অব্যাহত থাকলে ভবিষ্যতে জমির ফলন স্বাভাবিকের চেয়ে অনেকাংশে কমে যাবে। এতে হুমকির মুখে পড়বে খাদ্য নিরাপত্তা। ইটভাটার কারণে পরিবেশ দূষণ, ভূমির উর্বরতা হ্রাস, ও বন উজাড় হচ্ছে। কৃষিজমি দিন দিন কমছে এর ভাটাতে মাটির যোগান দিতে ফসলি জমি অকেজো গর্তে পরিণত হচ্ছে। কেবল সমতলভূমি নয় কোথাও কোথাও ফসলি জমি কেটে ইট ভাটা মাটি যোগাড় করতেই মরিয়া হয়ে উঠেছে বাগমারার অবৈধ ইটভাটার মালিকরা।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক সুফিয়ান বলেন, সম্প্রতি বাগমারায় বেশ কয়েকটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে পুনরায় অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে বলে তিনি জানিয়েছেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..