বাউফলে ইউএনও জাকির হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান
মামুন মোল্লা ঃ বাউফল( পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের পদোন্নতি জনিত বদলি হওয়ায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বৃহষ্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, কৃষি কর্মকর্তা মো.মনিরুজ্জামান এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভপতি সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা এনজিও সমন্বয়কারি দেলোয়ার হোসেন,বাউফল ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবীর,কাছিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সারোয়ার, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, নেছার উদ্দিন সিকদার, বাউফল থানার প্রতিনিধি বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাউফল উপজেলার সভাপতি বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল প্রমূখ। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ বাউফলের সূধীবৃন্দ।
সংবর্ধনায় বিদায়ী ইউএনও জাকির হোসেন পদোন্নতিপ্রাপ্ত হয়ে বদলি হওয়ার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ২০২০ সালের ৭ জানুয়ারি বাউফলে যোগদান করেছিলেন