বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) পালন।
বরুণকান্তি মন্ডল,খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
৫ই ডিসেম্বর ২০২২ ইং পাইকগাছার লতা ইউনিয়নে সোমবার সকাল ১০টায় হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২দিন ব্যাপি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) অতি জোয়ার মনিটরিং ও সাড়াদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কাজল কান্তি বিশ্বাস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুল হালিম ডি, ডি কর্মকর্তা, উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঙ্গল মন্ডল, ইউপি সদস্য উপস্থিত ছিলেন মোঃ বাবলু সরদার, স্বপন মন্ডল, বিজন কুমার হালদার, পুলকেশ রায়,মোঃ আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, মোঃ শওকত হাওলদার, মোঃ ফেরদৌস ঢালী, বিনতা বিশ্বাস, চম্পা বেগম, রিনা পারভীন,আরও সিপিপি ইউনিয়ন টিম লিডার গৌতম রায়, ওয়ার্ড টিম লিডার উপস্থিত ছিলেন গোরাচাঁদ মহলদার,সুকান্ত গাইন,মিহির মন্ডল, সুকৃতি মন্ডল, সোমেন সরকার,মোঃ আশরাফুল বিশ্বাস, মৃগাঙ্ক বিশ্বাস, অভিজিৎ মন্ডল, দিবাশ রায়,পলাশ বাছাড়,মিঠু মন্ডল, দীপায়ন বিশ্বাস, প্রতিভা মন্ডল, সুনিতা সানা,সুচন্দা রায়,অমরী মন্ডল,মানষ মন্ডল, পিংকু বিশ্বাস সহ ইউনিয়ন ছাত্রলীগ নেতা অমৃত সরকার।