বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি মহেশখালী উপজেলা টিমের ক্যাম্পেইন।
দ্বীপাঞ্চল মহেশখালীতে বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় ক্যাম্পেইন করছে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি মহেশখালী উপজেলা টিম।তাদের পরামর্শ ও সার্বিক সহযোগীতা করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহাফুজুর রহমান।
তাদের ক্যাম্পেইনের প্রতিপাদ্য বিষয় ছিল”পাহাড় ধসের ক্ষয়ক্ষতি প্রতিরোধে স্থানীয় বসবাসকারী জনগোষ্ঠীর করণীয় কি?”
১-অতিবৃষ্টি হলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
২-ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করে নিরাপদ স্থানে অবস্থান করা।
৩- পদক্ষেপ গ্রহণে সর্বদা প্রস্তুত থাকা এবং পদক্ষেপ গ্রহণ করে সবাই একসাথে দুর্যোগ মোকাবেলা করা ইত্যাদি এবং সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।পাশাপাশি বসবাসরত স্থানীয় লোকদের সঙ্গে মত-বিনিময় করা হয়।
তারা জানান,উপজেলা প্রশাসনের সাথে মহেশখালী যে কোন দূযোর্গ মোকাবিলায় সর্বদা প্রস্তুত যুব রেড ক্রিসেন্ট মহেশখালী উপজেলার সেচ্ছাসেবক টিম।