বাংলাদেশ বিমানের নিজস্ব জনবল দিয়ে সি-চেক পদ্ধতি চালু,
মোঃ মিজানুর রহমানঃ বাংলাদেশ বিমানের নিজস্ব জনবল দিয়ে বিশ্বের সর্বাধুনিক ড্রিম লাইনার বোয়িং ৭৮৭ উড়োজাহাজের ‘সি চেক সম্পন্ন হয়েছে,রবিবার সকালে বিমান বাংলাদেশের প্রধান কার্যালয় (বলাকা) কনফারেন্স রুমে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ তথ্য জানান।
সি চেক করাতে এক সময় বৈদেশিক টেকনিশিয়ান এনে বিপুল অর্থব্যয় করে কাজ করা হতো,যা এখন থেকে দেশেই সম্পন্ন হবে।দেশে সি -চেক পদ্ধতি চালুর কারনে প্রতি বছর প্রায় ৬ লক্ষ মার্কিন ডলার সাশ্রয় হবে।অনুষ্ঠানে করোনার প্রথম দিকে ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশের ৩০০ জনকে উহান থেকে দেশে নিয়ে আসার সাহসিকতার জন্য বিমানের পাইলট ক্রুসহ সবাইকে সংবর্ধনা দেয়া হয়।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোকাম্মেল হোসেন সহ বেসামরিক বিমান চলাচলের পালট, কেবিন ক্রুগনসহ অন্যান্যরা।
মোঃ মিজানুর রহমান
মোবাঃ ০১৯১১৫৫৮৮৬৩