আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী উপজেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী উপজেলা আয়োজনে ২৫ জুন (শুক্রবার) বিকাল ৫ টার সময় ইউনুছখালী বাজারস্থ কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি মোসাদ্দেক ফারুকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সহ-সভাপতি আহমদুর রহমান , সালাউদ্দিন নুরী পিয়ারু , সদস্য ফখরুল ইসলাম , জাহাঙ্গীর আলম । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য যথাক্রমে সাংবাদিক আলাউদ্দিন আলো , ছরওয়ার কামাল , কোহেলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের , সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ , রফিকুল আলম , মুহিব উল্লাহ , ছফুর আলম , করিম উদ্দিন , আক্কাছ উদ্দিন , কামাল হোছাইন , আব্দুল গফুর , মোঃ রফিকুল ইসলাম , আব্দুল কাদের ও চাঁন মিয়া প্রমূখ ।
মতবিনিময় সভায় বক্তারা, কোহেলিয়া নদী রক্ষা, প্রান্তিক জেলেদের সমস্যা দূরিকরণ, পাহাড় কাটা নিধন সহ পরিবেশ রক্ষার বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনুছ।