বাংলাদেশ ডিপ্লোমা ডেন্টাল হেল্থ সোসাইটি নীলফামারী জেলা শাখার কমিটি গঠন
নুরুজ্জামান সরকার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
বাংলাদেশ ডিপ্লোমা ডেন্টাল হেল্থ সোসাইটি নীলফামারী জেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৭-নভেম্বর,২০২১) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ডোমারের ডেন্টিষ্ঠ আবির হোসেন সুমন কে সভাপতি ও সৈয়দপুরের ডেন্টিষ্ঠ জোনাবুল হক কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপ্লোমা ডেন্টাল হেল্থ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বিভিন্ন শিক্ষণীয় দিকগুলো তুলে ধরেন এবং নবনির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন।