বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল, পটুয়াখালী জেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল, পটুয়াখালী জেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দলের সভাপতি আশিক আহম্মেদ হাবিব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হামিম মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে আকাশ মাহমুদকে আহবায়ক এবং ছোবাহান হাওলাদার সুজনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—মুহাম্মদ জহিরুল ইসলাম, মোঃ মনির খান, মোঃ শাকিল খান, মোঃ রুহুল আমিন, মোঃ নুর ইসলাম, মোঃ ফিরোজ আলম মিলন, এডভোকেট কে এম সাইফুল রহমান ও মোঃ বনি আমিন। সদস্য হিসেবে রয়েছেন—মোঃ রাসেল তালুকদার, মোঃ আজমির হোসেন আকন ও মোঃ কাওছার। চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
এ কমিটির অনুমোদনের মাধ্যমে জেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।