বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশের এই সর্বপ্রথম ইউপি চেয়ারম্যান হলেন হিজড়া নজরুল ইসলাম ঋতু।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১৬৩ বার পঠিত

বাংলাদেশের এই সর্বপ্রথম ইউপি চেয়ারম্যান হলেন হিজড়া নজরুল ইসলাম ঋতু।

মোঃ এনামুল হক স্টাফ রিপোর্টার।

বাংলাদেশের ইতিহাসে প্রথম হিজড়া চেয়ারম্যান নির্বাচিত হলেন,ঝিনাইদাহ কালিগন্জের ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নে।

২৮নভেম্বর ২০২১ইং তারিখ রোজ রবিবার সকাল ৮টা হতে ভোট গ্রহন শুরু এবং বিকাল ৫টা পর্যন্ত। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যে লড়াই,আর সেই লড়াইয়ের ইউপি নির্বাচনে নৌকার সীমাহীন ভরাডুবি হয়েছে।

বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম ঋতু(হিজড়া)তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন,এই বাংলাদেশে সর্বপ্রথম ইউপি চেয়ারম্যান হয়ে প্রমান করলেন,একজন “হিজড়ার” নিকট শক্তিশালীদলের প্রার্থী পরাজিত হলেন।

ঝিনাইদাহ কালিগন্জ ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের মানুষের দেখিয়ে দিয়েছেন সমগ্র বাংলাদেশ তথা বিশ্বকে,সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে এরকম হিজড়া নয় সাধারন জনপ্রিয় মানুষ চেয়ারম্যান হতে পারবে।তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু হিজড়া নৌকার প্রতীকের বিপরীত আনারস প্রতীক বিপুল ভোটে চমক ও তাক লাগিয়েছেন।

হিজড়া ঋতু নির্বাচনের পর বিজয় হয়ে বলেন, আমি এই ইউনিয়নের কাছে ঋনী আছি,আমি ইউনিয়নের সকল মানুষ আমার সাথে থেকে কাজ করবে এবং আমার ঋন পরিশোধ করতে চাই,তিনি বলেন আমার কোন সংসার নেই,সন্তান নেই,লোভ লালসা নেই,এজন্য আমি ইউনিয়নের সকলের পাশে থাকতে চাই,উপকার করতে চাই,পাশাপাশি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দ্যেশে বলেন তিনি যেন আমার প্রতি সুনজর দিবে,তাহলে আমি চেয়ারম্যান হিসেবে ইউনিয়নের সর্বস্তরের জনগনের জন্য কিছু করতে পারবো,তার প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলার সকল ইউনিয়ন পর্যায়ে সাড়া জাগালেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হিজড়া ঋতু।লজ্জাকর বিষয় হল,একজন তৃতীয় লিঙ্গের মানুষকে জনগন চায় এটাই প্রমানীত হল।

নৌকার ভরাডুবি কারন হল জেলা ও কেন্দ্রীয় কমিটির থেকে অযোগ্য ব্যাক্তিকে মনোনীত করার জন্য। সাধারন জনমানুষের ধারনা বারবার ভুল করে যাচ্ছে নেতারা,অর্থের লোভে মনোনীত করছে অযোগ্যনেতাদের, যাদের কেউ চেনে না,যেসব নেতাদের নেতা হিসেবে গ্রহন করে না,তাদেরকে মনোনয়ন করে ইউনিয়নে পাঠিয়ে দেয়,আর দলকে কলুষিত করে।দলের জন্য একটা হাস্যকর মনে করেন ইউনিয়নবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..