মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন

বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে আব্দু রশিদ ওরপে বেট্টা ডাকাত গ্রেফতার। 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৮ বার পঠিত

বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে আব্দু রশিদ ওরপে বেট্টা ডাকাত গ্রেফতার।

 

নজরুল ইসলাম সিকদার চট্টগ্রাম বুরো প্রধান।

 

চট্টগ্রামের বাঁশাখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে আব্দু রশিদ ওরপে বেট্টা ডাকাতকে আটক করা হয়েছে।

 

যানাযায় সেই বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বদি আলমের পুত্র আব্দু রশিদ ওরপে বেট্টা তার বিরুদ্ধে একাধিক মামলা ও জিডি রয়েছে। আব্দু রশিদ ওরপে বেট্টা এমন কোন অপকর্ম নাই সেই করতো না, ডাকাতি, ইয়াবা বিক্রি,মোটরসাইকেল চুরি, এবং নকল সোনা বিক্রি করে আসতো এই কালাসোনা বেট্টা, এলাকায় তার অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের উপর নেমে আসতো অমানুষিক নির্যাতন ,সাধারণ মানুষের পকেটে ঝালটাকা ইয়াবা দিয়ে ছবি তুলে জিম্মি টাকাও আদায় করতো। এমন একজন তার রুশানলের স্বীকার হন প্রভাস থেকে আসা আব্দু রহিম বাদশা নামের একজন সেই জানায় তাকে প্রাননাশের প্রতিনিয়ত হুমকি দিত, প্রভাসী বাদশা বাদী হয়ে তার বিরুদ্ধে বাঁশখালী থানায় সাধারণ ডায়রী করেছে।

 

এইদিকে গত ২৬-৮-২০২২ ইংরেজি তারিখে বাঁশখালী থানা পুলিশের উপর হামলা চালায়, এই ঘটনায় পুলিশ বাদী তার বিরুদ্ধে মামলা রুজি হয় বাঁশখালী থানায়।

 

এইদিকে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র থেকে চেক দিয়ে মোটা অংকের লোন নেন রশিদ ওরপে বেট্টা, উক্ত প্রতিষ্টান তার বিরুদ্ধে চেক প্রতারণা মামলা দায়ের করেন মামলটি আদালতের বিচার কার্যক্রম শেষ করে এবং আব্দু রশিদ ওরপে বেট্টা ডাকাতের বিরুদ্ধে সাজা এবং অর্থ দন্ডে দন্ডিত করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..