শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

বাঁশখালীতে নিবন্ধনহীন বেসরকারি ৩ হাসপাতাল ও ৪ ল্যাব বন্ধ করে দিয়েছে। 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২২২ বার পঠিত

বাঁশখালীতে নিবন্ধনহীন বেসরকারি ৩ হাসপাতাল ও ৪ ল্যাব বন্ধ করে দিয়েছে।

 

নজরুল ইসলাম সিকদার চট্টগ্রাম বুরো প্রধান।

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য বিভাগ বিভিন্ন নিবন্ধনবিহীন বেসরকারি ক্লিনিক ও ল্যাবের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

 

এ সময় ৪টি ক্লিনিক ও ৩টি হাসপাতালে তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়া হয়।

 

সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় নিবন্ধনবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পৌরসভা সদর জলদীর ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, মিনি ল্যাব, মামনি ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন ডায়গনস্টিক সেন্টার, মাতৃসদন হাসপাতাল, চাম্বল বাজার এলাকায় অবস্থিত ন্যাশনাল হাসপাতাল(প্রা.) লি. ও জেনারেল হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়।

 

এর আগেও বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হলে অনেকে ক্লিনিক ও হাসপাতাল বন্ধ করে পালিয়ে যায়। আবার অনেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য সময় নিলেও সেই সময়ে তা সংগ্রহ করতে না পারায় এবার অভিযানে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..