বাঁশখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত।
নজরুল ইসলাম সিকদার চট্টগ্রাম বুরোচীফ।
—————————————
সারাদেশ মত চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় পালিত হয়েছে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাঁশখালী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা, একই সাথে বাঁশখালী পৌরসভা সহ বিভিন্ন সরকারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ও এই দিবস পালিত হয়েছে।
বাঁশখালীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত.বিশেষ করে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন খতম, দোয়া মাহফিল, শিক্ষা উপকরণ, পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ, বাঁশখালী প্রশাসনের পক্ষ থেকে রচনা প্রতিযোগিতা সহ ছিল আরও নানা আয়োজন।
বাঁশখালীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত..বাঁশখালী উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৬, বাঁশখালী আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজেমী, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ কামাল উদ্দিন, বাঁশখালী উপজেলা শিক্ষা অফিসার সহ বাঁশখালী’র সকল সরকারি কর্মকতা কর্মচারী বৃন্দ।
আলোচনা সভার শেষে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার, বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।