বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৮ বার পঠিত

বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

মাওলানা মোঃ আবুল মোতালেব বরগুনা থেকে।

৭ মার্চ শুক্রবার বিকেলে বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে এ ইফতার মহফিল অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা আলিয়া মাদ্রাসার শিক্ষক জিয়াউর রহমান, জেলা কমিটির উপদেষ্টা নাজমুল হক, উপদেষ্টা ও বরগুনা প্রতিনিধি মিজানুর রহমান। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভা শুরু হয়।

বরগুনা জেলা শাখার সভাপতি আবুল হাসান বলেন, রমজানের একটি বিশেষ আমল রোজাদারদের ইফতার করানো। ধনী-দরিদ্র নির্বিশেষে যে কোনো রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। এতিমের সাহায্যকারী মর্যাদা সম্পর্কে প্রিয় নবী বলেছেন, ‘বিধবা, এতিম ও গরিবের সাহায্যকারী ব্যক্তি আল্লাহর পথে মুজাহিদের সমতুল্য।’

তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন এলাকার মতো বরগুনাতে নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে। সব সময়ই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ। আল্লাহ তাআলা আমাদেরও যেনো মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আলোচনা সভা শেষে ইফতারের আগে দেশ ও মানবজাতির কল্যাণের জন্য দোয়ার আয়োজন করা হয়।

জেলা কমিটির সাধারণ সম্পাদক সাকিব মাহমুদের উপস্থাপনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের বরগুনা প্রতিনিধি মশিউর রহমান, বরগুনার তরুণ কবি খান নাঈম, বরগুনা গণপূর্ত বিভাগের কর্মকর্তা গোলাম সরোয়ার,বরগুনা জেলা কমিটির সহ সভাপতি সামছুর রহমান, সহ- সভাপতি সাইদুর সিকদার, সহ-সভাপতি জাহিদ হাওলাদার, সহ-সভাপতি শারমিন আরা চাঁদনী,

যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল, প্রচার সম্পাদক মো. সাব্বির, ক্রিয়া সম্পাদক আরাফাত ইসলাম, নারী বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার অন্নি, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসা. মরিয়ম স্বর্ণা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..