মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

বরিশালে (১৮) কেজি গাঁজা ও ফেনসিডিলসহ (২) মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ বার পঠিত

বরিশালে (১৮) কেজি গাঁজা ও ফেনসিডিলসহ (২) মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,

 

ভ্রাম্যমান প্রতিনিধি, এস এম আলী রাজ হোসাইন,

 

বরিশাল নগরীর নথুল্লাবাদ সংলগ্ন বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সামনে থেকে বিপুল পরিমানের গাঁজা ও ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (৩০) আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৮ কেজি গাঁজা ও ১৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষীপুরের রামগঞ্জ থানার পূর্ব শেখপুরা গ্রামের মৃতঃ আব্দুর সত্তার ঢালীর ছেলে ফয়সাল আহম্মেদ (২০), লক্ষীপুরের রামগঞ্জ থানার কাওয়ালীভাঙ্গা গ্রামের মৃত নুরল আমিনের ছেলে মঈনউদ্দিন (১৯)।

 

এসময় তাদের সাথে থাকা ঝালকাঠির নলছিটি মোল্লার হাট ইউনিয়নের বৈশাখীয়া বাজার এলাকার মৃত সজিব হাওলাদারের ছেলে মামুন হাওলাদার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

 

তিনি বলেন, নগরের নথুল্লাবাদে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ।

 

এ সময় দুই মাদক বিক্রেতাকে ১৮ কেজি গাঁজা ও ১৬ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে।

 

এক জন আসামী এখন পলাতক রয়েছে। পলাতক মাদক বিক্রেতাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এছাড়া গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। সুতরাং গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে জানা গিয়েছে আটককৃত আসামি দীর্ঘ অনেকদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে মাদক চোরাকারবারি করে আসছিল বলে জানা গিয়েছে,

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..