সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

বরটিয়া কবরস্থানে খতমে কোরআন,ওয়াজ ও দোয়া মাহফিল সম্পর্ন:

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ বার পঠিত

বরটিয়া কবরস্থানে খতমে কোরআন,ওয়াজ ও দোয়া মাহফিল সম্পর্ন:

স্টাফ রিপোর্টার সাইদ আল মামুন

টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার বরটিয়া গ্রামে ২৪-০২-২০২৩ ইং রোজ শুক্রবার বরটিয়া কবরস্থান কমিটি ও বরটিয়া গ্রামবাসীর উদ্যোগে হয়ে গেল কোরআন খতম, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফারুকী।ইমাম ও খতিব,ঢাকা কল্যানপুর শাহী জামে মসজিদ। উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কহেলা গ্রামের কৃতি সন্তান জনাব কে এম ইদুল হক। দানবীর,সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী। আয়োজক কমিটির প্রধান, বরটিয়া গ্রামের কৃতি সন্তান জনাব রিপর হোসেন খান জানান, অনেক আগে থেকেই এমন একটা ধর্ম সভা আয়োজনের প্ল্যান করছিলাম এবং সেখানে কহেলা মুসলিম সমিতির সভাপতি, প্রয়াত একে এম আমানুল হক জামান সাহেব কে আমরা বিশেষ অতিথি করার আশা ব্যক্ত করেছিলাম কিন্তু তিনি না ফেরার দেশে চলে যাবার কারনে তারই ছোট ভাই কেএম ইদুল হক সাহেব কে আমরা বিশেষ অতিথি করেছি।বরটিয়া কবরস্থানের জানাজা পড়ার জায়গাতে কাজ করার জন্য বিশিষ্ট দানবীর জনাব কেএম ইদুল হক নগত ৩০ হাজার টাকা,কবরস্থানের জন্য ২০ টি বড় লাইট,মসজিদের জন্য জায়নামাজ,এবং এই বরটিয়া কবরস্থানে যতদিন পর্যন্ত কাজ শেষ না হয় ততদিন পর্যন্ত প্রতি মাসে ১০ হাজার টাকা করে দিবেন। সকাল বেলা ৩ টি মাদ্রাসার ৯০ জনের বেশি কোরআনের হাফেজ নিয়ে ১৭ টি কোরআন খতম করা হয়েছে।এছারাও বরটিয়া সরকরারী প্রাথমিক ষ্কুলের মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল। মাহফিল শেষে বরটিয়া কবরস্থানে যারা ঘুমিয়ে আছে তাদের জন্য এবং বিশ্বের সকল মুসলমানদের জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়েছে। দোয়া শেষে সকল ধর্মপ্রান মুসুল্লিদের মাঝে তবাক বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..