#বরগুনার তালতলীতে ঈদের নামাজে ইমামকে হত্যা চেষ্টা, চাপাতিসহ যুবক আটক #
ভ্রাম্যমান প্রতিনিধি, বরগুনা থেকে।।
তালতলীতে ঈদের নামাজে ইমামকে হত্যার চেষ্টা চালিয়েছে, যুবক।
অভিযুক্ত যুবক মাসুমকে চাপাতিসহ আটক করেছে, জনতা।
মাসুমের অভিযোগ, তার প্রেমিকাকে ধর্ষণ করায় আঙ্গারপাড়া শরীফ বাড়ি মসজিদের ইমাম ইমরানকে আজ সকালে হত্যাচেষ্টা চালানো হয়।
ইমরান ও মাসুম দুজনই কেওড়াবুনিয়া মাদ্রাসার ছাত্র ছিলো।
ইমরানের অভিযোগ, মাদ্রাসায় পড়াকালীন সময়ে মাসুম তার মোবাইল চুরি করেছিলো। তার প্রতিশোধ নিতে মাসুম তাকে হত্যার চেষ্টা চালিয়েছে।
পক্ষান্তরে মাসুমের অভিযোগ, তার প্রেমিকাকে নিয়ে ইমরানসহ কুয়াকাটা গিয়েছিলো। সেখানে আবদুল্লাহ হোটেলে প্রেমিকা ও ইমরানকে রেখে টাকা নিতে বাড়ি আসেন। এসময় ইমরান তার প্রেমিকাকে ধর্ষণ করে। এর প্রতিশোধ নেয়ার জন্য মাসুম এ কান্ড ঘটিয়েছে।