বরগুনায় মৎসজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব বরগুনা থেকে।
দেশের অন্যান্য স্থানের মতো বরগুনা জেলাতেও বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারী শুক্রবার সকালে জেলা দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন তেলওয়াত ও কেক কাটিয়ে অনুস্ঠান শুরু হয়।
পরে জাতীয়তাবাদী মৎস্যজীবী ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে বরগুনা শহরেরে প্রধান প্রধান সড়কে রেলী প্রদর্শন করে পথসভা করে, এতে বক্তব্য রাখেন – মাওলানা মোঃ শাহজালাল রুমি, এডভোকেট আব্দুল ওয়াসী মতিন, মোঃ হারুন তালুকদার, প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু হানিফ, সার্বিক সঞ্চালনে ছিলেন মোঃ মহিউদ্দিন বাচ্চু।
সভাপতি করেন মোঃ মাইনুল ইসলাম মাইনুদ্দিন।