সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

বরগুনায় বিশখালী নদীতে নিষিদ্ধ জাল জব্দ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩ বার পঠিত

বরগুনায় বিশখালী নদীতে নিষিদ্ধ জাল জব্দ।

মাওলানা আব্দুল মোতালেব, ব্যুরো প্রধান – রিপোর্টার বাংলা টিভি বরিশাল বিভাগ।

বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করেছে প্রশাসন। জব্দকৃত জালগুলোর বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী। তিনি বলেন বলেন- ‘অভিযানের খবর পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। পরে পাঁচটি বেহুন্দি জাল জব্দ করা হয় এবং জালে ধরা পড়া ছোট মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
বিকেলে জব্দকৃত জালগুলো উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..