বরগুনায় দুই অবৈধ ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা
মাওলানা মোঃ আব্দুল মোতালেব বরগুনা থেকে।
বরগুনা জেলার বামনা উপজেলায় অবৈধ ইটভাটা পরিচালনা করায় দুটি ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটা দুটির আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে নিভিয়ে দেয়া হয়। পাশাপাশি বন্ধ করে দেয়া হয় ইট ভাটার কার্যক্রম।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে পরিবেশ অধিদফতরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল-ইসলাম চৌধুরী।
জেলা পরিবেশ অধিদফতর কার্যালয় সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী পরিবেশগত ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯)-এর ধারা ৪ লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করায় মেসার্স ‘ইরা ব্রিকস’ এবং মেসার্স ‘আর কে বি ব্রিকস’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় মেসার্স ইরা ব্রিকসকে ২ লাখ ও মেসার্স আর কে বি ব্রিকসে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
এ বিষয়ে বরগুনা জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, পরিবেশের ক্ষতি হয় এমন সব কার্যক্রম বন্ধের জন্য আমরা তৎপর রয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা ইটভাটায় অভিযান পরিচালনা করেছি। আমাদের অভিযান চলমান থাকবে।