বরগুনায় একটি ইলিশ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব বরগুনা থেকে।
বরগুনা জেলায় একটি ইলিশ দ ১৪ হাজার টাকা বিক্রি হয়েছে । ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ওই মাছটির খুচরো দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৬ হাজার টাকা।
৯, মার্চ রোববার রাত সাড়ে ৯টার দিকে বিষখালী নদীতে মাছ ধরা এক জেলে বিক্রির উদ্দেশে বরগুনা পৌরশহরের মাছ বাজারে এ মাছটি নিয়ে আসেন।
খোঁজ নিয়ে জানা যায়, বরগুনার সদর উপজেলার ডালভাঙা নামক এলাকা-সংলগ্ন বিষখালী নদীতে স্থানীয় এক জেলের জালে ইলিশ মাছটি ধড়া পরে। এরপর রাতে বিক্রির উদ্দেশে বরগুনা পৌরসভার মাছ বাজারে মাছটি নিয়ে আসলে মৎস্য ব্যবসায়ী মিজান মাছটি ডাকে তোলেন। এ সময় উপস্থিত পাইকারদের মধ্যে মো. নান্টু মোল্লা নামের এক মৎস্য ব্যবসায়ী মাছটিকে কিনে নেন। পরে ক্রেতাদের কাছে কেজি প্রতি ৬ হাজার টাকা করে ইলিশ মাছটি মোট ১৪ হাজার টাকা দাম হাঁকিয়েছেন তিনি। স্বাদ ও গন্ধের কারণে বিষখালী নদীর ইলিশের সুখ্যাতি এবং আকারে বড় হওয়ায় মাছটি দেখতে ভিড় করেছেন সাধারণ ক্রেতারা।
মাছ বাজারের ব্যবসায়ী মো. নান্টু মোল্লা ঢাকা পোস্টকে বলেন, বিষখালী নদীর ইলিশের দাম এবং চাহিদা বেশি। এ কারণেই আড়তদারের থেকে বিক্রির উদ্দেশে মাছটি ক্রয় করেছি।
বরগুনা মাছ বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন রিপোর্টার বাংলা টিভিকে বলেন, রাতে বিষখালী নদী থেকে ধরা ২ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ বাজারে নিয়ে আসেন জেলেরা। পরে মৎস্য আড়তদার মিজান পাইকারদের উপস্থিতিতে মাছটি ডাকে তোলেন। এ সময় ডাকে অংশ নেওয়া কয়েকজন পাইকারের মধ্যে মো. নান্টু মোল্লা বিক্রির উদ্দেশে মাছটি ক্রয় করেন।