সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

বন্দর নারায়ণগঞ্জ ইটের ভাটা মালিক মোতালিব কে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

 

মোঃ সারোয়ার মৃধা ঃঃ নারায়নগঞ্জ  বন্দর থানাধীন মুছাপুর ইউনিয়নের শাঁসনের বাগ এলাকায় এক ইট ভাটার ব্যবসায়ি ছুরি চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করেছে বলে জানা গেছে।৩১ আগস্ট রোজ মঙ্গলবার বন্দর থানাধীন শাসন এর বাগ এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে এক ইট ভাটার মালিক এর সাথে শাসনের বাগ এলাকায়র মৃত জুল মিয়ার ছেলে ইসমাইল প্রধান ইছার সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হচ্ছে বলে জানান, একটি নাল জমি ২৫ লাক্ষ টাকায় ইটের ভাটার মালিক মোতালেব বিক্রি করবেন বলে জানতে পারে হত্যা কারি প্রধান আসামী ইসমাইল ইছা,তাই ইছা এই খবর পেয়ে বেশ কিছু দিন যাবত চাঁদা দাবি করছে বলে জানান নিহত মোতালেব এর পরিবার। ৩১আগষ্ট মঙ্গলবার সেই জমিটি বিক্রি করে আসে এই খবর ইসমাইল ইছা জানতে পেয়ে ইট ভাটার মালিক মোতালেব কাছ থেকে ১০ লাক্ষ টাকা চাঁদা দিবি করে। তিনি চাঁদা দিতে রাজি না হলে পরে,গত কাল রাতে ইশার নামাজ আদায় করে যখন মোতালেব বের হয়। ইসমাইল ইছা ও তার সাথে মিনার বাড়ি সেলিম মিয়ার ছেলে সজিব,নবী,রাজু,মামুন,শুভ
রানা,শাহজাহান হারুন রুবেল,তানজিল,নয়ন,
দাড়ালো অস্ত্র রান দা, ছুরি দিয়ে এলোপাথরি কুপিয়ে পালিয়ে যায়।পরে মোতালেব কে হাসপাতালে নেবার সময় পথে রাস্তায় মারা যায়। মৃত্যুর বিষয়ে ধামাচাপা দিতে ইসমাইল চাচা ফজলুল করিম বাড়ির ভিতর প্রবেশ করে ঘোরাঘুরি করলে সন্দেহজনক তাকে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী বন্দর থানাতে এই বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..