বড়াইগ্রাম থানা পুলিশের সাথে মতবিনিময় সভা
সোহেল রানা রাজশাহী
বিভাগীয় ব্যুরো
নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে অদ্য ১৭-০১-২০২৩ খ্রিষ্টাব্দ থানা চত্ত্বরে বড়াইগ্রাম থানার অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নাটোর।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নাটোর, মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নাটোর, মোঃ শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার, বড়াইগ্রাম সার্কেল, নাটোর উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মোঃ আবু সিদ্দিক, অফিসার ইনচার্জ, বড়াইগ্রাম থানা, নাটোর।
এসময় পুলিশের বিভিন্ন দিকনির্দেশা শেষে থানা প্রাঙ্গণ এবং ফোর্সের ব্যারাক পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান পিপিএম নাটোর।