রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

বড়াইগ্রামে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭ বার পঠিত

বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের দ্বারিকুশী গ্রামের শান্তিপাড়া কইখুলা বিলে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চলনবিল অধ্যুষিত এ অঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (৩০ আগস্ট ২০২৫) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আবদুল হাকিম। এ সময় বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু বকর সিদ্দিক, ইউনিয়ন আমির মোঃ মাহবুবুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, চলনবিল অধ্যুষিত এ অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষি ও মৎস্যচাষ। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে বিল ও জলাশয়ে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন কমে যায়। এ অবস্থায় পোনামাছ অবমুক্ত করলে শুধু মাছের উৎপাদনই বাড়বে না, বরং দরিদ্র ও অসহায় মানুষের পুষ্টি ঘাটতি পূরণেও সহায়ক ভূমিকা রাখবে। তারা আরও উল্লেখ করেন, সরকারী উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো যদি এ ধরনের কার্যক্রমে অংশ নেয় তবে এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাছ চাষ বৃদ্ধি কৃষকের অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল করা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পরে স্থানীয় মৎস্যজীবী, কৃষক ও সাধারণ মানুষের উপস্থিতিতে শান্তিপাড়া কইখুলা বিলে বিভিন্ন প্রজাতির হাজারো পোনামাছ অবমুক্ত করা হয়। গ্রামবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..