বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বাংলাদেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যানের মতবিনিময়।
বটিয়াঘাটা প্রতিনিধি ঃগতকাল শনিবার বেলা বারোটায় বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দের সাথে বাংলাদেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান মোল্লা শামীম শিবলীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা প্রেসক্লাবের নব নির্বাচিত আহ্বায়ক সোহেল রানা,সাংবাদিক ইমরান হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক এস এম রব,তরিকুল ইসলাম, সোহোরাব হোসেন মুন্সি,অমলেন্দু বিশ্বাস,বাকের হোসেন,বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম,মনোয়ার হোসেন লাভলু,আলমগীর হোসেন, মিজানুর রহমান প্রমুখ,এ সময় সংবাদিক শিবলী বটিয়াঘাটা প্রেসক্লাবে বিভিন্ন প্রকার প্রয়োজনীয় জিনিসপত্র ও নগদ অর্থ উপহার দেন।
noktasal su kaçak tespiti Yüksek teknolojili ekipmanları sayesinde kısa sürede tespit yapabildiler. https://ulystar.in/ustaelektrikci