মোঃ মিজানুর রহমান বটিয়াঘাটা প্রতিনিধিঃবটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরে উদ্যোগে নানা আয়োজনের মধয় দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উৎযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করন, উপজেলা পরিষদ চত্বরে মৎস্য রালি এবং উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে মৎস্য সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হোসনেয়ারা তান্নি।উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতানের সভাপতিত্বে,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ তরিকুল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মোঃ জাহিদুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,উপজেলা বিএনপির আহবায়ক জনাব এজাজুর রহমান শামীম,বিএনপি নেতা সামসুল হক,সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মৎস্যজীবী ও মৎস্য চাষী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচির উপর আলোচনা করা হয় এবং বটিয়াঘাটা উপজেলা মৎস্য সম্পদের সংরক্ষণ ও স্থায়িত্বশীল বৃদ্ধিতে করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়।