রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

বজ্রপাত প্রতিরোধে প্রাকৃতিক রক্ষাকবচ গড়ে তুলতে তালবীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ বার পঠিত

নাটোর প্রতিনিধি

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২/০৯/২৫) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাকিম বলেন,
“বজ্রপাত আজ আমাদের দেশে একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে। প্রতিবছর অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে, বিশেষ করে কৃষক-শ্রমিকরা মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যুবরণ করছেন। গবেষণায় দেখা গেছে, তালগাছ বজ্রপাত প্রতিরোধে একটি প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে কাজ করে। তাই দেশের প্রতিটি গ্রামে, রাস্তার ধারে ও খোলা মাঠে বেশি বেশি করে তালবীজ রোপণ করতে হবে।”

তিনি আরও বলেন,
“শুধু বজ্রপাত প্রতিরোধ নয়, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বায়ু দূষণ কমায়, ছায়া দেয় এবং ফল থেকে মানুষ পুষ্টি পায়। এমন উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি নিরাপদ ও সবুজ পরিবেশ উপহার দিতে পারব।”

এসময় স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, কৃষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবাই হাতে তালবীজ নিয়ে রোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

পরিবেশবিদরা বলছেন, গ্রামীণ জনপদে তালগাছের সংখ্যা ক্রমশ কমে আসছে, অথচ এটি বজ্রপাত প্রতিরোধের সবচেয়ে কার্যকর প্রাকৃতিক মাধ্যম। তাই সামাজিক উদ্যোগ ও সরকারি সহায়তায় তালবীজ রোপণ কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে নাটোর-৪ আসনের প্রতিটি গ্রামে পর্যায়ক্রমে হাজার হাজার তালবীজ রোপণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..