সরকার মহামারি করোনার দ্বিতীয় ঢেউ সার্বিকভাবে মোকাবেলা করতে সক্ষম হলেও এবার করোনার নতুন ধরণ ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে ভয়াবহ রূপ ধারণ করেছে, বাংলাদেশেও ইতিমধ্যে ধরনটি শনাক্ত হয়েছে।ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত এ ধরণটির অস্তিত্ব পাওয়া না গেলেও বছরের প্রথম দিনেই নতুন করে সাতজন করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত ৭ জনই ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা। শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ। জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭ হাজার ৭০৫ জন, চিকিৎসা নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৭ হাজার ৪৪৫ জন এবং এ পর্যন্ত মৃত্য হয়েছে ২৪২ জনের। ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন জানান, মানুষ এখনো অসচেতনভাবে দৈনন্দিন কাজকর্ম গুলো সারছেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। করোনা ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার নিশ্চিতসহ সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার।
পরামর্শ দেন তিনি।