তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলব যারা, তাদের তদন্তের আওতায় আনতে হবে। নতুন প্রজন্মের কাছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। স্বাধীনতার পরাজিত শক্তির কুশলবরা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য ঘৃণ্য বর্বরোচিত হামলা করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ হবিবুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান রেজা, সাংগঠনিক সম্পাদক রাসিক দত্ত, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম, বোয়ালিয়া পূর্ব থানা ছাত্রলীগের সভাপতি বিলাস, সাধারণ সম্পাদক তুহিনসহ বিভিন্ন ওয়ার্ড, থানা, কলেজ পর্যায়ের নেতৃবৃন্দ।