মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সকল গুণাবলীতে সমৃদ্ধ হয়ে শেখ হাসিনার পথচলা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৮০ বার পঠিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সকল গুণাবলীতে
সমৃদ্ধ হয়ে শেখ হাসিনার পথচলা
-মনোরঞ্জন শীল গোপাল এমপি
===============
নারায়ণ রায় (নয়ন) দিনাজপুর।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সকল গুণাবলীতে সমৃদ্ধ হয়ে শেখ হাসিনার পথচলা। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আদর্শ ধারণ করে দেশের মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। ‘বঙ্গবন্ধু সারাজীবন মানুষের কল্যাণে সংগ্রাম করেছেন, সংসার সামাল দিয়েছেন বঙ্গমাতা। বঙ্গবন্ধু জীবনের শ্রেষ্ঠ সময়গুলোর ১৩ বছর জেলে কাটিয়েছেন। মাত্র ৮ বছর বয়সে বঙ্গমাতার সঙ্গে বিবাহ বন্ধতে আবদ্ধ হন বঙ্গবন্ধু। কোনোদিন বিরক্ত হননি বঙ্গবন্ধুর প্রতি, উৎসাহ ও সাহস জুগিয়েছেন। তিনি ছিলেন একজন আদর্শ গৃহিনী।’
মঙ্গলবার ( ৮ আগষ্ট ২০২৩) কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারিন।
এর আগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..