মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন

(বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন)

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৭৪ বার পঠিত
dav

 

মুন্সিগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
সাকিব আহম্মেদ বাপ্পি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সদর উপজেলার কোটগাঁও এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে এ ম্যুরাল উদ্বোধন করেন। একই সাথে ১০০ জন বীর মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের শত স্মৃতি ও স্মরণিকা মোড়ল উদ্বোধন করেন। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জেলার প্রথম এ বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করা হয়।
এ সময় প্রধান অতিথি কে জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্রেস্ট ও মুন্সিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে নৌকার ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছ উজ্জামান আনিছ,  মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আফছার উদ্দিন ভূইয়া সহ  আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মি রা  উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের বাস্তবায়নে এ ম্যুরাল স্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..