শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রংপুর মেট্রোপলিটন পুলিশ এর শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১২২ বার পঠিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রংপুর মেট্রোপলিটন পুলিশ এর শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
……………………………………
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অদ্য ১৫ আগস্ট ২০২২ খ্রিঃ বিকাল ১৬ঃ০০ ঘটিকায় নগরীর ডিসির মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত সভানেত্রী জনাব বুসেরা সামি আক্তার।
এ সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সাধারণ সম্পাদিকাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
পুষ্পার্পণ শেষে ১৬ঃ৩০ ঘটিকায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রংপুর মেট্রোপলিটন পুলিশ এর আয়োজনে রংপুর মেট্রোপলিটন পুলিশ পুনাক কর্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও ১৫ আগষ্ট ’৭৫ এর অন্যান্য সকল শহীদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত সভানেত্রী জনাব বুসেরা সামি আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বাধীন বাংলাদেশের বিনির্মানে বঙ্গবন্ধুর অসীম ত্যাগ ও অবদানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে সকল প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানান।
পরবর্তীতে পুনাক সভানেত্রী অসহায়, নিরাশ্রয় ও নিপীড়িত বাবা-মা’র জন্য বৃদ্ধাশ্রম ‘সাফল্যের গল্প শোনাবো’ ফাউন্ডেশন বকসা, ৭নং ওয়ার্ড, রংপুর মহানগর, রংপুর পরিদর্শন করেন। এসময় তিনি বৃদ্ধাশ্রমে বসবাসরতদের খোঁজখবর নেন। তিনি বৃদ্ধাশ্রমের নিজস্ব অর্থায়নে কেনা একটি এ্যাম্বুলেন্স উদ্বোধন করেন এবং তাঁর নিজস্ব তহবিল থেকে বৃদ্ধাশ্রমের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..