বগুড়া জেলার সারিয়াকান্দি থানার চাঞ্চল্যকর রাকিবুল হাসান চৈতা(২২) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী বাবলু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ,সিআইডি
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার
সূত্রঃ বগুড়া জেলার সারিয়াকান্দি থানা মামলা নং ২০/১৩২ তারিখ- ১৮/৮/২০খ্রীঃ ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড।
বগুড়া জেলার সারিয়াকান্দি থানার চাঞ্চল্যকর রাকিবুল হাসান চৈতা(২২) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী বাবলু মিয়া( ৩২),পিতা মোঃ আফছার আলী প্রাং@নাদু,সাং সেখাহাতি,থানা সারিয়াকান্দি জেলা বগুড়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ,সিআইডি বগুড়া ।
পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল হক সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অদ্য ০৩/১১/২০২২খ্রীঃ রাত ০০.১৫ ঘটিকার সময় সেখাহাতি এলাকা হতে তাকে গ্রেফতার করেন।গত ২৫/৭/২০২০খ্রিঃ তারিখে বাদীর ছেলে ডিসিষ্ট রাকিবুল হাসান চৈতা গ্রামের লোকজনের সহায়তায় আসামী হাসেন,পিতা আশরাফ আলী সাল সেখাহাতি এর বাড়ী হতে সোনাতলা থানা পুলিশ দুইটি চোরাই মটরসাইকেল উদ্ধার করেন।উক্ত ঘটনাকে কেন্দ্র করে ডিসিষ্টকে হত্যার হুমকি দিতে থাকে। এর এক পর্যায় ঘটনার দিন গত ১৭/৮/২০২০ খ্রিঃ তারিখ সকাল ৯.০০ ডিসিষ্ট বাড়ীতে নাস্তা করে গনকপাড়া বাজারে যায়। গনকপাড়া বাজারে আক্কাসের দোকানে বসে চা খাচ্ছিল। একই দিন সকাল অনুঃ ১০.০০ ঘটিকায় অত্র মামলার এজাহার নামীয় আসামী সহ বর্নিত তদন্তে প্রাপ্ত আসামী পূর্ব পরিকল্পিতভাবে ডিসিষ্টকে আক্রমন করে দেশীও অস্ত্র সস্ত্র দিয়ে হত্যার উদ্দেশে মারপিট শুরু করে।দৌঁড়ে পালানোর চেষ্টা করলে কপালের মাঝখানে,পিঠে হাসুয়া-দা দিয়ে আঘাত করে এবং অজ্ঞাত ভ্যান যোগে আসমীগণ সেকাহাতি গ্রামে মসজিদের সামনে নিয়ে এসে পুনরায় ডিসিষ্টের ডান হাত কবজ্বি হতে বিছিন্ন করে ফেলে। ঘটনাস্থলে লোকজন উপস্থিত হলে আসামীগন পালিয়ে যায়।ডিসিষ্টের পিতা বাদী হয়ে অত্র মামলা দায়ের করেন। সারিয়াকান্দি থানার এসআই মাসুদ রানা মামলাটি তদন্ত করেন,পরবর্তীতে সিআইডি স্ব-উদ্যোগে মামলাটি অধিগ্রহণ করেন। মামলাটির তদন্তভার জনাব এসআই/ শামীম হায়দার,এর পর পুলিশ পরিদর্শক,শামছুল আলম ,বর্তমানে পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল হক মামলটির তদন্ত করছেন। সিআইডি বগুড়া জেলার একটি চৌকস টিম উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদ করছে।জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।