বগুড়ায় ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার : ধর্ষক গ্রেফতার
মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক বায়েজিদ হোসেন (২২) নামের যুবককে গ্রেফতার করেছে। গত ২৬ অক্টোবর বুধবার রাত আড়াইটায় আদমদীঘি সান্তাহার কলসা রথবাড়ি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতারকৃত বায়েজিদ হোসেন নওগাঁর মান্দা উপজেলার কশব (হেদায়েতী) গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে বৈশাখী অটোরাইস মিলের নৈশ্যপ্রহরী বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী (১২) গত ২৫ অক্টোবর দিবাগত রাতে বাসায় খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটায় ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে ওঁৎ পেতে থাকা বায়েজিদ ছাত্রীটির মুখ রুমাল দিয়ে বেঁধে পাশের বাড়ির পিছনে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এসময় ছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছলে বায়েজিদ পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ছাত্রীটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বায়েজিদ হোসেনকে আসামি করে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী উপ-পরিদর্শক উজ্জ্বল মিয়া বলেন, ভিকটিমকে চিকিৎসার জন্য বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।