বগুড়ায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আটক চার। আদালতে সোপর্দ
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার
বগুড়ায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে গোধুলী নামের আবাসিক হোটেল থেকে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে শহরের মাটিডালী এলাকায় গোধুলী আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার এস আই রুম্মান হাসান।
আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলা সদরের ভিএইড রোডের মুন্সিপাড়ার জামিল উদ্দিন প্রধানের পুত্র জাহিদ হাসান চমক(৩৮)। রংপুর জেলার পীরগঞ্জ থানার বিষ্ণু পুর গ্রামের রঞ্জনের পুত্র শ্রী প্রভাত(২৩)।
গাইবান্ধার জেলার সাঘাটা উপজেলার চিথুলিয়া গ্রামের মহসিন আলী মন্ডলের পুত্র ফারুক হোসেন(৪০), ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভাঙ্গামোড় গ্রামের বাদশার কন্যা ও সেকেন্দার আলীর স্ত্রী বিউটি (২০)।
মামলারনবাদী,এস আই রুম্মান হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরের মাটিডালী এলাকায় গোধুলী আবাসিক হোটেলে ইন্সপেক্টর(অপস) মুন্নাফ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, বুধবার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সদর থানার সাধারন ডায়রী নং ১৩০২,তারিখ ১৯-১০-২২ ইং।