মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

বগুড়ার সারিয়াকান্দিতে সিলগালা করা গুদাম থেকে চালের বস্তা সরানোর অভিযোগ উঠেছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৯০ বার পঠিত

বগুড়ার সারিয়াকান্দিতে সিলগালা করা গুদাম থেকে চালের বস্তা সরানোর অভিযোগ উঠেছে
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার
শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জানান, এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেয়ান আতিকুর রহমান বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে ।

এর আগে বৃহস্পতিবার বিকালে সিলগালা করা গুদাম খুললে চালের বস্তা উধাওয়ের বিষয়টি জানা যায়।

প্রশাসন বলছে, সিলগালা করার সময় গুদামে এক হাজার ১৩০ বস্তা চাল ছিল। পরে সিলগালা খুলে ওই গুদামে মাত্র ৬ বস্তা চাল পাওয়া গেছে। পরে তদন্ত শেষে পুনরায় গুদামটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান, বগুড়া জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক মো: মনিরুল হক, কারিগরি খাদ্য পরিদর্শক মো: মাহবুবুল হক, সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম উপস্থিত ছিলেন।

এর আগে ৩০ নভেম্বর সন্ধ্যায় সারিয়াকান্দির পৌর এলাকার বাগবেড় গ্রামের শাহিন আলমের চালের গুদামে অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। কৃষি বিপনন নিবন্ধন এবং ক্রয় বিক্রয় রশিদ না থাকায় শাহিন আলমের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ১ হাজার ১৩০ বস্তা চালসহ গুদামটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..