বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

বগুড়ার ধুনটে চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, চোরাই মোটর সাইকেল উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৯১ বার পঠিত

বগুড়ার ধুনটে চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, চোরাই মোটর সাইকেল উদ্ধার

মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার

বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধুনট শহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- ধুনট ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য বেলকুচি গ্রামের জামিল উদ্দিন (৫৮), একই গ্রামের শাহ আলমের ছেলে দুলাল রহমান (৩১) ও নিলফামারীর কিশোরগঞ্জ উপজেলার যদুমনি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে আবুল কালাম (৪৫)।এরমধ্যে দুলাল রহমান মোটর সাইকেল মেরামত করেন এবং আবুল কালাম প্রায় ২ মাস আগে ধুনট শহরের সোনামুখী রোডে পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মাসে ধুনট উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৮টি মোটরসাইকেল চুরি হয়। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর দুপুরের দিকে উপজেলার বিশ^হরিগাছা বাজার এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে থেকে মাহবুবুর রহমান নামে এক কর্মকর্তার মোটরসাইকেল চুরি হয়। ওই এনজিও কর্মকর্তার অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে মাঠে নামে পুলিশ। একপর্যায়ে রোববার রাতে ধুনট শহরের বাসষ্ট্যান্ড এলাকায় দুলাল রহমানের মোটরসাইকেল মেরামতের দোকান থেকে এনজিও কর্মকর্তার চোরাই মোটরসাইকেরটি উদ্ধারসহ দুলালকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার দেওয়া তথ্যমতে ওই রাতেই আবুল কালাম ও জামিল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে প্রাথমিক তদন্তের জানা গেছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..