বগুড়ার আদমদীঘিতে একটি সুজুকি জিক্সারসহ মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ
মোঃ আনছারুজ্জামান,রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
গ্রেফতারকৃতরা হলো- জামালপুর জেলার সরিশাবাড়ী উপজেলার মেন্দার বের গ্রামের ইদ্রিছ আলীর ছেলে শামিম হোসেন ওরফে আনোয়ার হোসেন (৩৪) ও একই উপজেলর হাটখোলা গ্রামের শামিম উদ্দিন তরফদারের ছেলে পিয়াস তরফদার (২৬)।
২৬ ডিসেম্বর ভোরে সরিশাবড়ী থেকে পিয়াস তরফদারের হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, সোমবার দিবাগত রাত ১ টার দিকে আদমদীঘির বাজার ব্রিজের সামনে সড়কে চেক পোষ্ট বসিয়ে শামিম হোসেন ওরফে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়,২৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় আদমদীঘির সান্তাহার নতুনবাজার হাটখোলা একটি চা দোকানের সামনে থেকে পারভেজ মৃধা নামের এক ব্যক্তির জয়পুরহাট- ল-১১-৩১১১ নম্বর সুজুকি জিক্স্রার মোটরসাইকেল চুরি য়ায়। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে শামিম হোসেন ওরফে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যানুসারে ওই দিন ভোরে অপর আসামী পিয়াস তরফদারকে সুজুকি জিক্স্রারসহ গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, মঙ্গলবার দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়ছে।