শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

বগুড়ার আদমদীঘিতে অফিস ব্যাগে ফেনসিডিল বহন করার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১২৪ বার পঠিত

বগুড়ার আদমদীঘিতে অফিস ব্যাগে ফেনসিডিল বহন করার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

 

মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।

 

বগুড়ার আদমদীঘিতে অফিস ব্যাগে ফেনসিডিল বহন করার পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর গ্রামের ওমর ফারুক মিলনের ছেলে জান্নাতুল ফিরোজ রোমান (২৭) ও একই জেলার ফুলবাড়ি থানার মধ্য গৌরিপাড়া গ্রামের অরুন সরকারের ছেলে অতিম সরকার (৩০)। গত ২১ আগষ্ট রোববার রাত সাড়ে ১২ টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের পাশে রাস্তা থেকে তাদের গ্রেফতার করে।

 

পুলিশ জানায়, সান্তাহার ফাঁড়ির টিএসআই রকিব হোসেন জানান, রোববার রাতে আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনের পাশে মাদক বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিক্তিতে সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জান্নাতুল ফিরোজ রোমান ও অরুন অতিম সরকার নামের দুইজনকে আটক করার পর তাদের অফিস ব্যাগে অভিনব কায়দায় রাখা ৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও তাদের গ্রেফতার করেন।

 

এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা করার পর হত সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..