বগুলাগাড়ী ইউনাইটেড ফুটবল ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
“যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফুটবল র্টর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বিকালে বগুলাগাড়ী হরিতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শালমারা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ। বগুলাগাড়ী ইউনাইটেড ফুটবল ক্লাবের সভাপতি শামছুজ্জামান পলাশের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বগুলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন সরকার,গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম,হরিরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক প্রভাষক দেবাশীষ পোদ্দার,ধারাভাষ্যকর রবিউল ইসলাম, বগুলাগাড়ী ইউনাইটেড ফুটবল ক্লাবের সাধারন সম্পাদক সেলিম রানা,সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান,অর্থ সম্পাদক আসাদুজ্জামান এরশাদসহ শালমারা ও দরবস্ত ইউপি সদস্য বৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ খেলায় ট্রাইবেকারে বগুলাগাড়ী ইউনাইটেড ফুটবল ক্লাব ২ গোল ও পীরগঞ্জ ফুটবল একাডেমি ৩ গোল দিয়ে জয়লাভ করে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।