শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন

বগুড়ায় চাঞ্চল্যকর সম্রাট হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার করল সিআইডি।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১১৬ বার পঠিত

বগুড়ায় চাঞ্চল্যকর সম্রাট হত্যা মামলার
প্রধান আসামি গ্রেফতার করল সিআইডি।

মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার।
সূত্রঃ- শাজাহানপুর থানার মামলা নং- ২৭, তারিখ- ৩১/০৫/২০২১ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড।

বগুড়ার শাজাহানপুর থানার চাঞ্চল্যকর সম্রাট হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ সজিব হোসেন (২৭), পিতা- মৃত- আব্দুল মালেক, সাং- মাথাইল চাপর, থানা- শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বগুড়া।
বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হান্নান অদ্য সোমবার ২৫ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ তারিখ রাত্রি ২১.০৫ ঘটিকায় শাজাহানপুর থানাধীন সাবরুল বাজার থেকে তাকে গ্রেফতার করে। গত ২০২১ সালের ৩০ মে সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকায় গ্রেফতারকৃত আসামি সহ তার অপরাপর সহযোগীদের নিয়ে প্রকাশ্যে সাবরুল বাজারে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নৃশংসভাবে ভিক্টিমকে হত্যা করে । নিহত শিহাব উদ্দিন সম্রাট বাবু শাজাহানপুর উপজেলার সাবরুল বাজারপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃত তারেক আকন্দ শাজাহানপুর উপজেলার সাবরুল কাজিপাড়া এলাকার বিপুল আকন্দের ছেলে। এলাকায় আধিপত্য বিস্তার,চাঁদাবাজি ও সাবরুল বাজারে মৎস ব্যবসার আধিপত্যের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
বগুড়া জেলা সিআইডি এর একটি চৌকস টিম উক্ত আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..