রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

বগুড়ায় আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার হওয়া ৭ জন কলগার্ল বিস্ময়কর ভাবে ছাড়া পেয়ে হোটেল কর্মীদের হাত ধরে আবারও ফিরে গেলো ব্যবসায়!!!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭ বার পঠিত

বগুড়ায় আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার হওয়া ৭ জন কলগার্ল বিস্ময়কর ভাবে ছাড়া পেয়ে হোটেল কর্মীদের হাত ধরে আবারও ফিরে গেলো ব্যবসায়!!!
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার
বগুড়ায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে টাইম স্কয়ার আবাসিক হোটেল থেকে নারীসহ ১০ জনকে আটক করে পুলিশ। দশ জনের মাঝে ৭ জন নারী ও ৩ জন পুরুষ।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত নারীদের বাড়ি নোয়াখালী, নওগাঁ, জয়পুরহাট, বাগেরহাট ও বগুড়া জেলায় এবং পুরুষদের বাড়ি বগুড়ায়। তাদের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জাতীয় পরিসেবা ‘৯৯৯’ এর মাধ্যমে পুলিশ খবর পায় বগুড়া সদর উপজেলার মাটিডালী এলাকার এক আবাসিক হোটেলে ‘অসামাজিক’ কাজ চালছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭ নারীসহ ১০ জনকে আটক করে পুলিশ। কিন্তু রহস্যজনক ভাবে তাদের আদালতে না পাঠিয়ে একে একে ছেড়ে দেওয়া হয় এবং তারা হাসিমুখে হোটেল কর্মচারীদের হাত ধরে পুরোনো ব্যবসায় ফিরে যায়।

এ বিষয়ে বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ জানান, জাতীয় পরিসেবা ‘৯৯৯’ এর মাধ্যমে খবর পেয়ে আমরা তাদের আটক করি। ‘গণ উপদ্রবের’ অভিযোগে তাদের আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..