ফেসবুকে লেখালেখির জের ধরে লন্ডন প্রবাসী কে অজ্ঞতনামা সন্ত্রাসীগণ প্রান নাসের হুমকি থানায় সাধারণ ডায়েরি।
স্টাফ রিপোর্টারঃ প্রতীতি হায়দার চৌধুরী (২৮)লন্ডন প্রবাসী গত ৫/১১/২০২৩ ইংরেজি তারিখে বাংলাদেশে ছুটিতে আসেন ও পরিবার পরিজনদের সাথে সময় কাটাতে থাকেন, একপর্যায়ে গত ৩০/১১/২০২৩ ইংরেজিতে তারিখে সন্ধ্যা আনুমানিক ৬.৩০ মিনিট থেকে ৭.০০ ঘটিকার মধ্য সময়ে মিরপুর ১২ নাম্বার মার্কেট থেকে শপিং শেষ করে তার ছোট বোন সহ রিক্সায় বাসায় ফেরার পথে মিরপুর-১২ নাম্বারে ২নং কমিউনিটি সেন্টার সংলগ্ন রাস্তায় অজ্ঞতা নামা সন্ত্রাসীগণ তাদের চলন্ত রিক্সা গতিরোধ করে, তখন তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে আসার পূর্বেই অজ্ঞাতনামা সন্ত্রাসীগণ প্রতীতি হায়দার চৌধুরী ও তার ছোট বোনকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরির করা হয়েছে যার জি,ডি নাম্বার ১৯০২ তারিখ ৩০/১১/২০২৩ ইংরেজি । জানা যায় ফেইসবুকে লেখালেখির জের ধরে অজ্ঞতনামা সন্ত্রাসীগণ আক্রমণের চেষ্টা করে।