জসীম উদ্দিন ইতি
ইসরাইল গাজায় আবারো বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনী অঞ্চল থেকে ইসরাইলে গ্যাসীয় বেলুন পাঠানোর পর তেলআবিব রোববার এ বিমান হামলা চালায়।
ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র বলছে, গাজার উত্তরাঞ্চলের খোলা জায়গা এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে হামাসের সামরিক প্রশিক্ষণ এলাকায় ইসরাইল এ হামলা চালিয়েছে।
তবে এতে কোন পক্ষ থেকেই ক্ষয় ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
এছাড়া হামলা নিয়ে ইসরাইলী সেনাবাহিনীও কোন মন্তব্য করেনি।
তবে ফিলিস্তিনী অঞ্চলে বেসামরিক বিষয়ক সামরিক শাখা (সিওজিএটি) এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা থেকে অব্যাহতভাবে গ্যাসীয় বেলুন পাঠানো হচ্ছিল। এটি ইসরাইলী সার্বভৌমত্বের লংঘন।
সিওজিএটি এ জন্য হামাসকে দায়ী করে বলেছে, ইসরাইলী জনগণের বিরুদ্ধে এই সহিংসতার পরিণাম হামাসকে ভোগ করতে হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..