মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

ফের নাইজেরিয়ার স্কুল থেকে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৫৩ বার পঠিত

ফের নাইজেরিয়ার স্কুল থেকে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ

স্টাফ রিপোর্টার জসীমউদ্দীন ইতি
আবারো নাইজেরিয়ায় ফের বন্দুকধারীরা স্কুলে হামলা চালিয়ে ১৪০ শিক্ষার্থীকে
অপহরণ করেছে। স্থানীয় সময় সোমবার (৫ জুলাই) দেশটির কাদুনা রাজ্যের একটি
আবাসিক স্কুলে এ ঘটনা ঘটে।

জার্মানি সংবাদমাধ্যম ডয়েচভেলের বরাতে জানা যায়, পুলিশ জানিয়েছে,
ট্যাকটিকাল পুলিশের একটি দল অপহরণকারীদের পিছনে ধাওয়া করেছে। যেহেতু এখনো
অপারেশন চলছে, তাই বিস্তারিত কিছু জানানো হবে না। তবে স্থানীয় মানুষ
জানিয়েছেন, অপহরণকারীদের কেউ দেখতে পাননি। স্কুল কর্তৃপক্ষও জানিয়েছেন,
অপহরণকারীদের তারা চেনেন না। এই ঘটনার পিছনে বোকো হারামের মতো জঙ্গি
গোষ্ঠীর হাত আছে কি না, তা দেখা হচ্ছে।
গত ডিসেম্বর থেকে উত্তর নাইজেরিয়ায় সব মিলিয়ে চারটি অপহরণের ঘটনা ঘটেছে।
প্রতিটি ক্ষেত্রেই অপহরণকারীরা বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করেছে।
বিশেষজ্ঞদের বক্তব্য, গত ডিসেম্বর থেকে সব মিলিয়ে ৮০০ ছাত্রছাত্রীকে
অপহরণ করেছে আততায়ীরা। এর মধ্যে দেড়শ ছাত্রছাত্রী এখনো নিখোঁজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..