শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

ফুলতলা বাজারে কামনা জুয়েলার্সে স্বর্ণে ভেজাল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৯৯ বার পঠিত

ফুলতলা বাজারে কামনা জুয়েলার্সে স্বর্ণে ভেজাল

 

শাহাদাৎ হোসেন শাওন সিনিয়র স্টাফ রিপোর্টার:

খুলনার ফুলতলা বাজারে রফিক সড়কের নূর জাহান মার্কেটে অবস্থিত আকাশ পাইনের নিউ কামনা জুয়েলার্সে ভোক্তাদের অর্ডারকৃত স্বর্ণের গহনায় ২১ ক্যারেট এর জায়গায় ১৮ ক্যারেট দেখিয়ে পন্য বিক্রি করার একাধিক অভিযোগ উঠে এসেছে। স্বর্ণে এ ধরনের কারচুপির কারণে এই দোকানের মালিক আকাশ পাইনকে সতর্ক করা হয়েছে বলে জানা যায়। তথ্যমতে, আকাইশ পাইন ওরফে কৃষ্ণ ফুলতলা বাজারে দীর্ঘ দিন যাবৎ জুয়েলারী ব্যবসার আড়ালে মূলত চড়া সুদের ব্যবসা করে আসছে। সুদের কারবার যাতে নির্বিঘ্নে হয় তাই জুয়েলারী ব্যবসাকে সাইনবোর্ড বানিয়েছেন। অনুসন্ধানে জানা যায়, ফুলতলার দামোদর থেকে নেয়ামুল নামে এক ব্যাক্তি স্বর্ণের কানের দুলের অর্ডার করে কামনা জুয়েলার্সে। অর্ডারকৃত পণ্য বুঝে নেওয়ার পর নেয়ামুলের সন্দেহ হলে তিনি নওয়াপাড়া থেকে ওই কানের দুল টনর্স বা স্বর্ণ ক্যারেট যাচাই করে আনেন। নেয়ামুল ২১ ক্যারেটের কানের দুল বানাতে দিলে টনস বা যাচাই করে ১৮ ক্যারেট স্বর্ণ দেখতে পাই। এই ধরনের অপকর্মের প্রতিবাদ করেন নেয়ামুল। মুঠোফোনে নেয়ামুল জানান, আমার সাথে নিউ কামনা জুয়েলার্স প্রতারনা করেছে। বিষয়টি আমি সকলকে জানিয়েছি। ঘটনার অনুসন্ধানে জানা যায়, স্বর্ণে ভেজালের বিষয় ধামা চাপা দিতে আকাশ পাইন তাঁর কারিগরকে বেধড়ক মারপিট করেন। ওই কারিগরের সাথে কথা হলে তিনি স্বর্ণের ভেজালের বিষয় কিছুই বলতে পারে না। নির্ভরযোগ্য সূত্র জানায়, দীর্ঘ দিন যাবৎ এ স্বর্ণের দোকানে স্বর্ণের গহনায় ক্যারেটের মারপ্যাচের খেলা চলছে, এ ধরনের স্বর্ণে ভেজাল ভোক্তারা কোনভাবে মানবে না। তাই এর আগে এই দোকান থেকে যারা স্বর্ণের গহনা তৈরি করেছে, তাদের সকলকে সেই গহনার ক্যারেট যাচাই করার পরার্মশ দেন সচেতন মহল।

আকাশ পাইন কৃষ্ণ জানান, প্রকৃত পক্ষে ঘটনাটি সত্য, আমার কারিগর স্বর্ণে কারচুপি করেছে। এখন থেকে এ ধরনের কাজ আর হবে না। নিয়ম মেনে স্বর্ণের ব্যবসা করে যাব।

বাজারের বণিক সভাপতি রবিন বসু জানান, এই ঘটনাটি আমাদের কানে এসেছে , তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..