ফুলছড়িতে সেচ্ছাসেবক লীগের সাবেক দুই নেতা ইয়াবা ও হিরোইনসহ আটক।
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া বাজারে জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম (২৬) ও তার সহযোগী বকুল মিয়া (২৮) কে ইয়াবা ও হেরোইনসহ আটক করে র্যাব। মঙ্গলবার (৯ আগষ্ট) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করে র্যাব-১৩ গাইবান্ধা।
আটককৃত ফরিদুল ইসলাম গাইবান্ধা শহরের জুম্মাপাড়া এলাকার সাহেব উদ্দিন (ভোঁটকা) এর ছেলে। আসামী বকুল মিয়া বাগুড়িয়া এলাকার মৃত হাফিজার মিয়ার ছেলে।
র্যাব জানায়, সোমবার (০৮ আগষ্ট) রাতে র্যাব-১৩, সিপিসি-গাইবান্ধা কোম্পানী একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদরের মদনেপাড়া বাজার সংলগ্ন খাজা মিয়ার দোকানের সামনে এ অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবা ও ৬২ পুরিয়া হিরোইন সহ তাদেরকে আটক করা হয়। আটকৃত আসামী ফরিদুল পিতা সাহেব উদ্দিন (ভোঁটকা) জুম্মা পাড়া ৯নং কুটিপাড়া এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে। বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানায় অফিসার ইনচার্জ কাওছার আলী।