রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

ফুলছড়িতে সমাজসেবা অফিসের উদ্যোগে রেলী ও আলোচনা সভা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৫৬ বার পঠিত

ফুলছড়িতে সমাজসেবা অফিসের উদ্যোগে রেলী ও আলোচনা সভা।
মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার।
গাইবান্ধার ফুলছড়িতে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব সম্পর্কে প্রচারণার অংশ হিসেবে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) সকালে ফুলছড়ি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে একটি র্যা লি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউনিয়ন সমাজকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা সহকারী তথ্য প্রোগ্রামার কাজল মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম কামরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা প্রমুখ।

সভায়, সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..